গুলি করে রাশেদকে হত্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:২১ ১ মার্চ ২০২১

সৈয়দ মুহাম্মদ বাকের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাকেরকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) লোকমান হোসেন চৌধুরী জানান, হত্যা মামলায় উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত বছরের ১১ জুন রাতে এলাকার নানুপুর বাজারে মাজার গেটের সামনে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল। এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ মুহাম্মদ বাকেরসহ ছয়জনের নাম উল্লেখ উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো ১২ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়।
ডেইলি বাংলাদেশ/আরএম