বাড়িতে ঢুকে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:৩৪ ১ মার্চ ২০২১

নিহত আব্দুল হক কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়িতে ঢুকে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কেঁওচিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
স্থানীয়রা জানান, আব্দুল হকের পরিবারের সদস্যরা সবাই শহরে থাকেন। বাসায় তিনি এবং কাজের লোক ছাড়া আর কেউ থাকতেন না।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল হকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমকে