কালীগঞ্জে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল
ঝিনাইদহ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২৩:২৩ ২৮ ফেব্রুয়ারি ২০২১

আশরাফুল আলম- ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল আলম। তিনি পেয়েছেন ১৯ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এনামুল হক পেয়েছেন ২ হাজার ৭৫৫ ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রথম শ্রেণীর কালীগঞ্জ পৌরসভায় মোট ২৬ হাজার ৭৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পৌর সভাটিতে মোট ভোটার ৪০ হাজার ৫৭৭ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, সামগ্রিকভাবে ভোট ছিল অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। সব দলের প্রার্থীর অংশগ্রহণ ছিল এই নির্বাচনে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে পৌর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে বিজিবি পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ