সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত: ১৭:৫০ ২৮ ফেব্রুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে পৌরসভার মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ছোটন অধিকারী সৈয়দপুর পৌরসভার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েল ও আক্তার হোসেন সেকুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ছোটন অধিকারীসহ তিনজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ছোটন অধিকারীকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) অমিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ছোটন অধিকারীর মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত জানান, খবর পেয়েছি একজনকে হাসাপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছিলো তবে তিনি মারা গেছেন। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।
ডেইলি বাংলাদেশ/আরএম