রাজবাড়ীতে দুইজনের পেটে মিলল ইয়াবার ২৮ ক্যাপসুল
প্রকাশিত: ১৪:৫৮ ২৮ ফেব্রুয়ারি ২০২১

গ্রেফতার দুই পাচারকারীর পেট থেকে ১৪০০ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ
রাজবাড়ীতে ২৮টি ক্যাপসুলসহ দুই ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের পেট থেকে ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুরের করম আলী খাঁর ছেলে লুৎফর খাঁ, বড়চর বেনীনগরের চেনু মোল্লার ছেলে কুব্বাত আলী মোল্লা। শনিবার রাতে বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
তিনি জানান, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। ওই সময় বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর একজনকে গ্রেফতারের পর পরীক্ষা-নিরীক্ষা করে তার পেটে ১৩টি ক্যাপসুল পাওয়া যায়। পরে প্রতিটি ক্যাপসুল থেকে ৫০টি করে ৬৫০টি ইয়াবা পাওয়া যায়।
পুলিশ সুপার আরো জানান, আটক ব্যক্তির দেয়া তথ্যে একই এলাকা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়। তার পেটেও ১৫টি ক্যাপসুল পাওয়া যায়। পরে ক্যাপসুলগুলো থেকে ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দুইজন রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে এসেছিলেন। দুইজনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর