রামুতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চালকের
কক্সবাজার প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:২৯ ২৭ ফেব্রুয়ারি ২০২১

দুর্ঘটনাকবলিত বাস (ছবি: ডেইলি বাংলাদেশ)
কক্সবাজারের রামু রশিদ নগর এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, বাসটি কক্সবাজার থেকে রওনা হয়ে চট্টগ্রাম অভিমুখে এবং মিনি ট্রাকটি রামুর দিকে যাচ্ছিল। এ সময় রশিদনগরের পানির ছড়ায় পৌঁছালে গাড়ি দুটির সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন ও কয়েকজন আহত হন।
রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে নিহত এবং আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ডেইলি বাংলাদেশ/আরএম