মায়ের সঙ্গে থেকেও হলো না শেষ রক্ষা
কুড়িগ্রাম প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৪৪ ২৭ ফেব্রুয়ারি ২০২১

ইনসেটে নিহত ফাহিম
কুড়িগ্রামের উলিপুরে মায়ের সামনেই ছেলেকে পিষে দিয়েছে একটি ট্রাক। এতে মুহূর্তেই প্রাণ হারায় ছয় বছর বয়সী ফাহিম।
শনিবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের উপজেলার রামদাস ধনিরাম যুগিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মা ও বোনের সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল ফাহিম। এ সময় একটি ট্রাক সড়কের পাশ ঘেঁষে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। পরে ঘাতক ট্রাকটিসহ চালককে ধরে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালক রোকন আলীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর