সাংবাদিক বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত: ২১:৫০ ২৬ ফেব্রুয়ারি ২০২১

সাংবাদিক বজলুর রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরীর স্বামী মুক্তিযুদ্ধের সংগঠক সাংবাদিক বজলুর রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে এ উপলক্ষে পৌর সভা কক্ষে দোয়া ও আলোচনা সভা হয়।
পৌর মেয়র আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ উপজেলা ও শহর আাওয়ামী লীগের নেতারা।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মসজিদ-মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক-সাংবাদিক, সুধী ও সচেতন মহলের প্রতিনিধিগণ। আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক বজলুর রহমান। তিনি দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমকে