দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত
প্রকাশিত: ১৬:৩৬ ২৬ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১৬:৪০ ২৬ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ছবি
পঞ্চম ধাপে অনুষ্ঠেয় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
দেওয়ানগঞ্জের ইউএনও ও রিটার্নিং অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন এবং ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০ জন পুরুষ ও ১৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে চার প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস ফারিন হোসেন দিদার, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মো. শাহ্ নেওয়াজ শাহেনশাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ নুরনবী ও বিএনপি মনোনীত সাদেক আক্তার নেওয়াজী।
ডেইলি বাংলাদেশ/এমকে