রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ৮
রাজশাহী প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:১৮ ২৩ ফেব্রুয়ারি ২০২১

দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক
রাজশাহীর সিটি হাট সংলগ্ন বাইপাস সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আটজন।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামানুর রহমান সবুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, দুপুরে সিটি হাট সংলগ্ন বাইপাস সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ নয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ট্রাকচালক সবুরকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি বাংলাদেশ/এমআর