বগুড়ায় অবৈধ পিস্তলসহ সুদ ব্যবসায়ী আটক
বগুড়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:৪৮ ২৩ ফেব্রুয়ারি ২০২১

আটক আবু বক্কর ছিদ্দীক শাহিন
বগুড়ার গাবতলীতে অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ এক সুদ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভাণ্ডারা চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের নাম আবু বক্কর ছিদ্দীক শাহিন। তিনি উপজেলার গড়েরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। নিজ গ্রামে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সকাল-সন্ধ্যা নামে একটি ঋণদান প্রতিষ্ঠান রয়েছে শাহিনের। এর মাধ্যমে সুদের ব্যবসা করেন তিনি।
স্থানীয়রা জানায়, এলাকায় সুদে টাকা দিতেন শাহিন। ব্যবসায়িক বিষয় নিয়ে স্থানীয় অন্য একটি প্রতিষ্ঠানের লোকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় পিস্তল বের করে ভয় দেখান তিনি।
গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) লাল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর