মহাসড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ
সাভার (ঢাকা) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:৫১ ২৩ ফেব্রুয়ারি ২০২১

লাশ -ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে আজাদ বিশ্বাস নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ডের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজাদ সুতিপাড়া ইউনিয়নের কিশোরীনগর এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ভোরে বাথুলি বাসস্ট্যান্ডের ১৫০ গজ পূর্বে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের মাথার পেছন ফুলে ছিল ও সামান্য কাটা দাগ রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর