বাস থেকে উদ্ধার ২০০ কচ্ছপ
মাগুরা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:২৯ ২৮ জানুয়ারি ২০২১

মামুন পরিবহনের একটি বাস থেকে ২০০ কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা-ঢাকা রোড এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে মামুন পরিবহনের একটি বাস থেকে ২০০ কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, দুপুরে ঢাকা থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হলে চারটি বস্তায় ২০০ কচ্ছপ পাওয়া যায়। তবে কচ্ছপের কোনো মালিকানা শনাক্ত করতে না পারায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, কচ্ছপ উদ্ধারের বিষয়টি বন বিভাগ ও প্রাণী সম্পদকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে যথাযথ বিভাগের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হবে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম