সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যায় আরো চারজনের সাক্ষ্যগ্রহণ
প্রকাশিত: ১৯:২৪ ২৭ জানুয়ারি ২০২১ আপডেট: ১৯:৩০ ২৭ জানুয়ারি ২০২১

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো চারজনের সাক্ষ্যগ্রহণ করেছে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এ নিয়ে ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ৩ মার্চ।
বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন আদালতের পিপি সরওয়ার চৌধুরী আবদাল।
তিনি জানান, বুধবার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন শাহ এএমএস কিবরিয়ার মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো আব্দুল্লাহ,
ঘটনার প্রত্যক্ষদর্শী রহমত আলী, আব্দুল মতিন ও ইমান আলী। এ সময় আসামিদের মধ্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছসহ ১৯ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
২০০৫ সালর ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন। বুধবার ওই হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হয়েছে।
আলোচিত এ মামলার তিন দফা তদন্ত শেষে ২০১৪ সালের ১২ নভেম্বর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সিআইডি সিলেট রেঞ্জের সিনিয়র এএসপি মেহেরুন নেছা পারুল। ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ডেইলি বাংলাদেশ/এআর