স্টোর রুম থেকেই হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
কক্সবাজার প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:১৩ ২৭ জানুয়ারি ২০২১ আপডেট: ১৯:৪৯ ২৭ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সদর হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে হাসপাতালের চতুর্থ তলা।
হাসপাতালের কর্মচারীরা জানান, স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রোগীদের আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি এড়াতে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ডেইলি বাংলাদেশ/এআর