চট্টগ্রামের আলকরণ ওয়ার্ডে ভোট ২৮ ফেব্রুয়ারি
প্রকাশিত: ১৬:১১ ২৬ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আলকরণ ওয়ার্ডের স্থগিত হওয়া সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আলকরণ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।
এর আগে, গত বুধবার বিকেলে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৮ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম। পরদিন নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডেইলি বাংলাদেশ/এআর