সভা-সমাবেশ নিষিদ্ধ, নোয়াখালীর মাইজদী শহরে ১৪৪ ধারা জারি
প্রকাশিত: ০১:২৫ ২৬ জানুয়ারি ২০২১

১৪৪ ধারা জারি (ফাইল ছবি)
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ডিসি।
সোমবার রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান।
জানা যায়, মঙ্গলবার জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খানের উদ্যোগে কর্মীসভা ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনারে সরকারের যুগপূর্তি উপলক্ষে কর্মসূচির ডাক দেন।
উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। এ বিষয়ে রাতে জেলা তথ্য অফিস মাইজদী শহরে মাইকিং করেন।
জেলা এসপি মো. আলমগীর হোসেন বলেন, রাজনৈতিক দলের দু’পক্ষের পৃথক কর্মসূচিকে ঘিরে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সহিংসতা এড়াতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম