মৌলভীবাজারে আচরণবিধি মানছেন না বিএনপি মেয়র প্রার্থী, গুনলেন জরিমানা
প্রকাশিত: ১২:৫৬ ২৫ জানুয়ারি ২০২১ আপডেট: ১৭:৫৬ ২৫ জানুয়ারি ২০২১

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় ভ্রাম্যমাণ আদালত
মৌলভীবাজার পৌর নির্বাচনে আচরণবিধি মানছেন না বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমান। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে গুনতে হলো তিন হাজার টাকা জরিমানা। রোববার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, পৌর নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী মিছিল করা যাবে না। কিন্তু মেয়র প্রার্থী অলিউর রহমান ২৫-৩০ জন লোক নিয়ে মিছিল করছিলেন। সে সময় তাদের হাতে ছিল হ্যান্ড মাইক, যা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে।
তিনি আরো বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজারের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে দুইজন, কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/আরএইচ