যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৪৫
প্রকাশিত: ০৩:১৬ ২৩ জানুয়ারি ২০২১

ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ৪৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটায় দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের মুজুরদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. ওহিদুজ্জামান খান সাইফুল জানান, আলফাডাঙ্গা হতে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকালবাস মুজুরদিয়া ব্রিজে উঠার সময় মাঝকান্দি থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লোকালবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসে থাকা ৫০ জন যাত্রী মারাত্মক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় বাসে থাকা সবাই সুস্থ রয়েছে। মৃত্যুর ঘটনা ঘটেনি।
ডেইলি বাংলাদেশ/এমকে