মতলব উত্তরে চলছে ১৪৪ ধারা
প্রকাশিত: ০২:০৩ ২৩ জানুয়ারি ২০২১

পর্যটন কেন্দ্র ও তার আশপাশে বিপুলসংখ্যক পুলিশ। ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের কঠোর অবস্থানে ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেলে এলাকা ঘুরে দেখা গেছে পর্যটন কেন্দ্র ও তার আশপাশে বিপুলসংখ্যক পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে।
সাবেক ও বর্তমান এমপির সমাবেশকে কেন্দ্র করে এর আগে মতলব উত্তরের সাতটি স্থানে একযোগে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
মতলব উত্তরের ইউএনও স্নেহাশিস দাশ স্বাক্ষরিত এক আদেশে গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। আইন-শৃঙ্খলা বজায় এবং জানমাল রক্ষায় সাতটি স্থানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে তিনজনের বেশি লোক সমাগমও নিষিদ্ধ করা হয়।
সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং বর্তমান এমপি অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলের সমর্থকদের পরস্পর বিরোধী সমাবেশকে কেন্দ্র করে মতলব উত্তরে এই ১৪৪ ধারা জারি করা হয়।
এর মধ্যে মোহনপুর এলাকায় বেসরকারি পর্যটন কেন্দ্র দ্যা শিপ ইন শুক্রবার বিকেলে অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল উদ্বোধন করার কথা ছিল। কিন্তু মায়া চৌধুরীর বাড়ি সেখানে হওয়ায় একই নিষেধাজ্ঞা সেখানেও বলবৎ ছিল। ফলে শেষ পর্যন্ত তা আর উদ্বোধন হয়নি।
যুবলীগের কেন্দ্রীয় নেতা এম. ইসফাক আহসান বলেন, অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলের নেতৃত্বে এখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধ। সুতরাং নতুন করে বিভেদ সৃষ্টি করার কোনো অশুভ শক্তিকে সুযোগ দেয়া হবে না।
ডেইলি বাংলাদেশ/এমকে