মিলের ফিতায় আটকে হাত-পা বিচ্ছিন্ন, প্রাণ গেল যুবকের
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:৩১ ২২ জানুয়ারি ২০২১ আপডেট: ২০:৩৫ ২০ ফেব্রুয়ারি ২০২১

নিহত আইনুল
নওগাঁর সাপাহারে সরিষা ভাঙানোর মিলে ফিতায় জড়িয়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত আইনুল হক খোট্টাপাড়া কয়েন্দা গ্রামের প্রয়াত ওজর আলীর ছেলে।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, খোট্টাপাড়া মোড়ে বিকেল ৫টার দিকে নিজের মালিকানাধীন সরিষাভাঙা মিল চালু করেন আইনুল হক। একপর্যায়ে চলন্ত মিলের ফিতা ডিঙিয়ে অপর প্রান্তে যাওয়ার সময় ফিতায় লুঙ্গি আটকে যায়। এ সময় তার দুই হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।
ডেইলি বাংলাদেশ/আরএম/জেডএম