খুলনায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
প্রকাশিত: ১৪:৪৭ ২২ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুর রহমান খান ডুমুরিয়া উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে। তিনি ডুমুরিয়া কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে ডুমুরিয়া থেকে খর্নিয়া এলাকায় যাচ্ছিলেন জাহিদ। বালিয়াখালি ব্রিজের কাছের একটি মোড়ে খুলনা থেকে সাতক্ষীরাগামী বাসটি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন কলেজছাত্র জাহিদ। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
ডুমুরিয়া থানার এসআই এমদাদ হোসেন বলেন, খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা, খর্নিয়া হাইওয়ে থানা ও ডুমুরিয়া থানার পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। মরদেহ ও দুর্ঘটবা কবলিত বাসটি খর্নিয়া হাইওয়ে থানার হেফাজতে আছে। তবে বাসচালক পালিয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর