চট্টগ্রামে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:১৫ ২২ জানুয়ারি ২০২১ আপডেট: ১৪:৩৬ ২২ জানুয়ারি ২০২১

চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়
চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আশরাফুল হক চৌধুরী পাভেল।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরীর কাজির দেউড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী আশরাফুল হক চৌধুরী পাভেল বলেন, কাজির দেউড়ি এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমরা মামলা করেছি।
ডেইলি বাংলাদেশ/এআর/এইচএন