চাঁদপুরে অনলাইন ক্যাসিনোর মূল হোতা গ্রেফতার
প্রকাশিত: ১৯:১৪ ২১ জানুয়ারি ২০২১

অনলাইন জুয়ার সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার আলমাস প্রধান
চাঁদপুরে ক্যাসিনোর আদলে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় একটি পাঁচ লাখ টাকার ব্যাংক চেক, দুটি এটিএম কার্ড, জুয়া খেলার অ্যাপসহ পাঁচটি মোবাইল, দুই লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার মো. আলমাস প্রধান মতলব দক্ষিণ উপজেলার হাজি মো. বাদশা প্রধানের ছেলে। বৃহস্পতিবার ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে মতলব দক্ষিণ উপজেলার রথ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলমাস প্রধানকে গ্রেফতার করা হয়। তিনি একাধিক মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী চক্রের মূল হোতা। জুয়ার ফাঁদে ফেলে অসংখ্য মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো পরিচালনার কথা স্বীকার করেছেন গ্রেফতার আলমাস। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর নাজমুস সাকিব।
ডেইলি বাংলাদেশ/এআর