নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ১৯ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার
প্রকাশিত: ১৫:৫৩ ২১ জানুয়ারি ২০২১

ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে চারটি ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া ১৯ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ।
বৃহস্পতিবার ওই উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দিয়ে তারা ফিরে আসেন। বুধবার তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বিজিপি।
সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল আমিন বলেন, ধরে নিয়ে যাওয়া ১৯ জেলেকে ফেরত দিয়েছে বিজিপি। নাফ নদীতে মাছ শিকার করতে গেলে তাদের ধরে নিয়ে যায় তারা।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাহপরীর দ্বীপের কবির আহমদ, মো বাইলা, মো এনামুল্লাহ, আমির হোসেনের ট্রলার নিয়ে নাফনদীতে মাছ ধরতে যায় ১৯ জন জেলে-মাঝিমাল্লা। ওই সময় মিয়ানমার থেকে একটি স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
কোস্ট গার্ড সূত্র জানায়, আগেরদিন ধরে নিয়ে যাওয়া জেলেদের বৃহস্পতিবার সকালে ফেরত দিয়েছে বিজিপি।
ডেইলি বাংলাদেশ/এআর