কাউন্সিলর প্রার্থীর মৃত্যু, আলকরণ ওয়ার্ডে ভোট স্থগিত
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০২:৫৯ ২১ জানুয়ারি ২০২১

ইনসেটে তারেক সোলেমান সেলিম
কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার বিকেলে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম মৃত্যুবরণ করায় নির্বাচন বিধিমালা-২০ অনুযায়ী ওই ওয়ার্ডের কাউন্সিলর পদের সব নির্বাচনী কার্যক্রম বাতিল করা হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সেলিম। মঙ্গলবার নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর