বদ্ধ ঘরে বোনকে গলা টিপে হত্যা করল ছোট ভাই
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০০:২৭ ২১ জানুয়ারি ২০২১

নিহত সুলতানা আক্তার
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় বোনকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতানা আক্তার একই গ্রামের শাজাহানের মেয়ে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-বোনের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকে ছোট ভাই শফিকুল। পরে তাকে বদ্ধ ঘরে নিয়ে গলা টিপে হত্যা করে।
মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর