বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক
প্রকাশিত: ২০:২৫ ২০ জানুয়ারি ২০২১

ভুয়া সিআইডি কর্মকর্তা রিন্টু মিত্র
যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক রিন্টু মিত্র সাতক্ষীরা সদরের কাটিয়া গ্রামের দেব প্রসাদের ছেলে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে অপরিচিত এক লোক হঠাৎ কাস্টমস তল্লাশি কেন্দ্রে আসেন। তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তুলে ধমক দেন। ওই সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশকে খবর দেয়া হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে- তিনি কোনো সিআইডি কর্মকর্তা নন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, খোঁজ নিয়ে জানা গেছে আটক ব্যক্তি বিভিন্ন মামলার আসামি। সে নাম পরিবর্তন করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে বেশ কিছুদিন ধরে সিআইডি পরিচয়ে সীমান্তে প্রভাব বিস্তার করছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর