যে পৌরসভায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
প্রকাশিত: ১৯:৩৬ ১৯ জানুয়ারি ২০২১

পরশুরাম পৌরসভা কার্যালয়, ফেনী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়র ও সব কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী। ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল।
তিনি জানান, মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন- মেয়র পদে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল মান্নান, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে খুরশিদ আলম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবু তাহের (বাঘা মেম্বার), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে এনামুল হক এনাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে কামাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবু শাহাদাত চৌধুরী লিটন, সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আফরোজা আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রাহেলা আক্তার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে হালিমা আক্তার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোববার পরশুরাম পৌরসভার মনোনীত মেয়র প্রার্থী আওয়ামী লীগের নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ৯ কাউন্সিলর ও তিন মহিলা কাউন্সিলর একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। নির্ধারিত সময়ে কোনো পদেই একাধিক মনোনয়ন ফরম জমা পড়েনি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাছাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কোনো পরে একাধিক প্রার্থী না থাকায় তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী টানা দুই মেয়াদে পরশুরান পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হচ্ছেন তিনি।
ডেইলি বাংলাদেশ/এআর