নির্মাণাধীন বাড়ির কূপে পড়ে গেল কুকুর, ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:২২ ১৯ জানুয়ারি ২০২১

ছবি : সংগৃহীত
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নির্মাণাধীন বাড়ির কূপে পড়ে যাওয়া একটি কুকুরকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মুকুন্দগাঁতীর রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ির কূপ থেকে কুকুরটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, উপজেলার মুকুন্দগাঁতীর রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ির কূপে একটি কুকুর পড়ে যায়। স্থানীয় লোকজন কুকুরটি উদ্ধার করতে ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্য ঘটনাস্থলে যান। বেশ কিছুক্ষণ চেষ্টার পর বিশেষ কৌশলে কূপ থেকে কুকুরটি উদ্ধার করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ