তদন্ত শেষে ফেরার পথে লাশ হলেন দুই পুলিশ সদস্য
প্রকাশিত: ১৬:১১ ১৮ জানুয়ারি ২০২১ আপডেট: ১৬:১৯ ১৮ জানুয়ারি ২০২১

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
লালমনিরহাটের হাতীবান্ধায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা থানার বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মজিবুল ইসলাম। মতিনের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আর মজিবুলের বাড়ি রংপুরের গঙ্গাচড়া এলাকায়।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, দুপুরে উপজেলার ফকির পাড়ায় তদন্ত শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলের মতিন ও মজিবুল। পথে খানের বাজার এলাকায় পৌঁছালে পাথর বোঝাই দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর