ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ছয় সদস্যসহ ১৫ জন অজ্ঞান
ফরিদপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৯:৫৯ ১৮ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ছয় সদস্যসহ ১৫ জন অজ্ঞান হয়ে পড়েছেন। রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউপির বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী এসপি সুমন রঞ্জন সরকার জানান, রোববার সিরাজ মাতুব্বরের বাড়িতে পারিবারিকভাবে খাওয়ার জন্য দুপুরে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। ওই খিচুড়ি খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ছয়জনসহ জমিতে পিঁয়াজ রোপণের কাজে নিয়োজিত নয়জন শ্রমিক এক ঘণ্টার মধ্যে একে একে জ্ঞান হারান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞান হয়ে পড়াদের মধ্যে সিরাজ মাতুব্বর নিজেও রয়েছেন। এছাড়া তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।
সহকারী এসপি আরো জানান, শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজখবর নেয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএস