জয়পুরহাটে দুই পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা
জয়পুরহাট প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০২:২৪ ১৮ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
চতুর্থ ধাপে জয়পুরহাট জেলায় দুটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রোববার কালাই ও আক্কেলপুর পৌরসভায় মনোনায়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
মনোনয়নপত্র জমার শেষ দিনে আজ রোববার সকাল ১০টা থেকে টানা ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি মেনে কালাই ও আক্কেলপুর পৌরসভায় মেয়র এবং কাউন্সিলর প্রার্থীগণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ হবে। এরমধ্যে কালাই পৌরসভায় ব্যালটে ও আক্কেলপুর পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে