পলাতক থেকেও শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ীর
প্রকাশিত: ২৩:১২ ১৭ জানুয়ারি ২০২১ আপডেট: ২৩:২৫ ১৭ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
পলাতক থেকেও শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ী দুলাল হোসেনের। অবশেষে ডিবির জালে ধরা পড়লেন তিনি।
রোববার রাত ৮ টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে গোপন সংবাদে অভিযান চালিয়ে দুলাল হোসেন ওরফে ধুলোকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মেহেরপুর জেলা ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেন। মাদক ব্যবসায়ী দুলাল হোসেন মল্লিক মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস গ্রামের হোসেন আলী মল্লিকের ছেলে।
এসআই অজয় কুন্ডু জানান, গত ৮ জানুয়ারি ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ওই ঘটনায় মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় পলাতক আসামি দুলাল হোসেন।
ডেইলি বাংলাদেশ/এমকে