কৃষি জমিতে পুকুর খনন, গুনতে হলো লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:৩১ ১৭ জানুয়ারি ২০২১

অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান
মেহেরপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে দুজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে সদর উপজেলার আমঝুপি-কালীতলাপাড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের ছেলে ইমাদুল ইসলাম ও একই গ্রামের বিন মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, আমঝুপি-কালীতলাপাড়া সেতু এলাকায় কৃষি জমিতে পুকুর খনন করছিলেন ইমাদুল ও আনোয়ার। এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর