ঝগড়া করে বাড়ি ছাড়লেন স্বামী, না ফেরায় ২ মেয়েসহ স্ত্রীর আত্মহত্যা
প্রকাশিত: ১৭:৩৪ ১৭ জানুয়ারি ২০২১

স্বজনদের আহাজারি -ফাইল ছবি
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী। এরপর আর বাড়ি না ফেরায় কীটনাশক পান করে দুই মেয়েসহ আত্মহত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ফকিরপাড়া গ্রামে। মৃতরা হলেন- একই গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন এবং মেয়ে রাজিয়া ও লাবনী।
স্থানীয়দের বরাত দিয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, বৃহস্পতিবার সকালে স্ত্রী জাহানারার সঙ্গে লাল মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান লাল মিয়া। শনিবার পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। এতে অভিমান করে দুই মেয়েকে নিয়ে কীটনাশক পান করেন স্ত্রী জাহানারা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, লাশগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর