টয়লেটের পাশে ছাত্রের লাশ, পালালেন শিক্ষকরা
প্রকাশিত: ১৭:১৯ ১৭ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
বগুড়ার শিবগঞ্জে মাদরাসার টয়লেটের পাশে মিলল আট বছর বয়সী স্বাধীন নামে এক ছাত্রের লাশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাদরাসার শিক্ষকরা।
রোববার দুপুরে উপজেলার কিচক বেলতলি হাফেজিয়া মাদরাসার টয়লেটের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত স্বাধীন আমতলী মাছপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে ও বেলতলি হাফেজিয়া মাদরাসার ছাত্র। সে আবাসিকে থাকতো।
নিহত স্বাধীনের নানা নজরুল মিয়া বলেন, শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল স্বাধীন। কিন্তু মাদরাসার শিক্ষকরা এ বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেছেন।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, শনিবার সন্ধ্যায় টয়লেটে যাওয়ার কথা বলে মাদরাসা থেকে বেরিয়ে আর ফেরেনি স্বাধীন। রোববার টয়লেটের পাশে তার লাশ পাওয়া যায়। লাশটি মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, স্বাধীনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি বাংলাদেশ/এমআর