২৫ গুণ বেশি ভোটে সন্দ্বীপের মেয়র হলেন মোক্তাদের
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:৪০ ১৭ জানুয়ারি ২০২১ আপডেট: ১১:৪৮ ১৭ জানুয়ারি ২০২১

মোক্তাদের মাওলা সেলিম
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম। নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে প্রায় ২৫ গুণ বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন তিনি।
শনিবার রাতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকা প্রতীকে মোক্তাদের মাওলা সেলিম পেয়েছেন ১৭ হাজার ৭১৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭১১ ভোট।
এ পৌরসভায় দুই মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন। এর ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ২৬ জন।
ডেইলি বাংলাদেশ/আরএম