বরিশালে ট্রলির ধাক্কায় বাবা-ছেলে নিহত
প্রকাশিত: ০৩:০৯ ১৭ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল-বানারীপাড়া সড়কের চৌয়ারীপাড়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠির বীরমহল গ্রামের মো. সুমন ও তার শিশুপুত্র মো. হাসিব। এছাড়া গুরুতর আহত হয়েছেন শিশু হাসিবের মা।
বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বিকেলে সুমন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে চৌয়ারীপাড়া অতিক্রম করছিলেন। ওই সময় বিপরীতমুখী একটি স্যালোমেশিন চালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীই গুরুতর আহত হন।
ওসি আরো জানান, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুমন ও হাসিবকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুমনের স্ত্রী বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ডেইলি বাংলাদেশ/এআর