সারিয়াকান্দির মেয়র মতিউর রহমান
বগুড়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:১৭ ১৬ জানুয়ারি ২০২১

মতিউর রহমান মতি
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মতিউর রহমান মতি।
শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
মতিউর রহমান মতির নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট। এবার সারিয়াকান্দিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। সারিয়াকান্দিতে মোট ভোট পড়েছে ৭১ দশমিক ৯৯ শতাংশ।
সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ছিলেন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ১৫৮ জন।
ডেইলি বাংলাদেশ/এমআর