কোরিয়ান ইপিজেডের লেকে পাওয়া লাশের পরিচয় ১০ দিনেও মেলেনি
প্রকাশিত: ১৭:২৪ ১৪ জানুয়ারি ২০২১ আপডেট: ১৮:৫৪ ১৪ জানুয়ারি ২০২১

উদ্ধার হওয়া লাশের জামাকাপড়
চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) লেক থেকে ১০ দিন আগে উদ্ধার করা লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছবি প্রকাশ করলেও পরিচয় জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন বিষয়টি জানিয়েছেন। এর আগে, সোমবার (৪ জানুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নাছির উদ্দিন জানান, কেইপিজেডের লেকে ভাসমান লাশের অনেকটাই পচে গিয়েছিল। মৃতের বয়স আনুমানিক ২৪ বছর। গায়ের রং কালো, শারীরিক গঠন মাঝারি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। লাশের বাম হাতে একটি রাবারের ব্রেসলেট ছিল।
তিনি আরো জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে লাশটি।
ছবি দেখে কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারলে কর্ণফুলী থানার ০১৩২০-০৫২৯৭৪, ০১৩২০-০৫২৯৮০, ০১৭৭৭-৫০০৭৭৪ নম্বরে যোগাযোগ করতে বলেছেন শাহমীরপুর জামতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাছির উদ্দিন।
ডেইলি বাংলাদেশ/এআর