‘গাভাস্কারের কাজই আবোল-তাবোল বলা’
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৪১ ১৪ জানুয়ারি ২০২১

ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার ও অসি অধিনায়ক টিম পেইন
সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে স্লেজিং করে বিতর্কিত হয়েছিলেন অসি অধিনায়ক টিম পেইন। তবে তিনি পরে দুঃখ প্রকাশ ও করেছেন। এবার ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারের কঠোর সমালোচনা করলেন পেইন। অশ্বিন ইস্যুতে গাভাস্কার কিছু দিন আগে পেইনের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে পেইন বলেছেন, গাভাস্কারের কথাবার্তা তার ক্যারিয়ারে প্রভাব ফেলে না।
রবিচন্দ্রন অশ্বিন ব্যাট করার সময় উইকেটের পিছন থেকে তাকে বার বার বিরক্ত করতে থাকেন পেইন। সেই নিয়েই পেইনের অধিনায়কত্বের সমালোচনা করেছিলেন গাভাস্কার।
তিনি এমনও বলেন,অবাক হব না এই সিরিজ শেষে যদি অস্ট্রেলিয়ার অধিনায়ক বদল হয়।
গাভাস্কারকে উদ্দেশ্য করে পেইন বলেন, আবোল তাবোল কথা বলাই তার কাজ। এসব আমাকে প্রভাবিত করে না। উনি যা খুশি তাই বলতে পারেন।
অস্ট্রেলীয়দের এই আচরণ যদিও নতুন নয়। একাধিকবার নিজেদের অধিনায়কদেরও সমালোচনা শোনা গেছে তাদের মুখে। পেইন যদিও এরমধ্যেই তার কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে ব্রিসবেন টেস্ট সামনে রেখে দুই দলের কথার লড়াই চলছেই।
ডেইলি বাংলাদেশ/আরএস