রেলস্টেশনে পরিত্যক্ত ব্যাগ থেকে ভারী পাথরের মূর্তি উদ্ধার
বগুড়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৩৮ ১৪ জানুয়ারি ২০২১

ছবিঃ সংগৃহীত
রেলস্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ কেজি ওজনের পাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে মনজের আলী জানান, সান্তাহার স্টেশনে পুলিশের চলমান অভিযানের সময় বুধবার সন্ধ্যা ৭টায় ৩ নম্বর প্ল্যাটফর্মের বটগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে পাঁচ কেজি ১৮ গ্রাম ওজনের পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ