জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর: শিল্প প্রতিমন্ত্রী
প্রকাশিত: ১৬:৩০ ১৪ জানুয়ারি ২০২১ আপডেট: ১৬:৪৯ ১৪ জানুয়ারি ২০২১

রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
সব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা ও জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সব অসহায় মানুষের মাঝে সরকার খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, করোনার ভ্যাকসিন গ্রহণ না করা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বাইরে অবস্থানকালে সবাইকে সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানাই।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ বসবাসরত সব নাগরিকদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
ডেইলি বাংলাদেশ/জাআ/এমকেএ/এইচএন