প্রথমে মিলল চুড়ি পরা একটি হাত, একে একে শরীরের বিভিন্ন অঙ্গ
ময়মনসিংহ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:৪৭ ১৪ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
ময়মনসিংহ-ভৈরবের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলের চন্ডীপাশা ইউপির বাহের বানাইল গ্রাম থেকে খণ্ডিত দেহটি উদ্ধার করা হয়।
রেললাইনের পাশে বৃহস্পতিবার ভোরে এক নারীর খণ্ডিত দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি থানার পুলিশ ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীর শরীরের বিভিন্ন অংশ একত্রিত করে নিয়ে যায়।
স্থানীয় মোশারফ হোসেন জানান, ফজরের নামাজের পর তিনি নিজের ফসলি খেত দেখতে রেলাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় রেললাইনের পাশে চুড়ি পরা একটি হাত দেখতে পান তিনি। পরে কিছুদূর সামনে মাথার খুলি, একটি পা ও মাথা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। অন্য দিকে এক জোড়া জুতা, ছেঁড়া কাপড় ও বোরকাও পড়েছিল।
জিআরপি থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে লাশের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএস