আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:২৪ ১৪ জানুয়ারি ২০২১ আপডেট: ১৫:৪০ ১৪ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া নামের এক বৃদ্ধ মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তর পাড়ার সিকান্দার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায় দুপুর সোয়া ১২টার দিকে দুধ বিক্রেতা ফিরোজ মিয়া রেললাইন পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
রেলওয়ে থানার ওসি শফিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম