বঙ্গবন্ধুর সমাধিতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশিত: ১৫:০৪ ১৪ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
পরে প্রতিমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনক ও ৭৫ এর ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে কিছুক্ষণ বিশ্রাম করে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সমাধিসৌধ কমপ্লেক্সের পাশে হেলিপ্যাড এলাকায় হেলিপ্যাড সম্প্রসারণ, সৌন্ধর্য্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক ওয়াহেদ উদ্দিন চৌধূরী, প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওসমান গনি, পাউবো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফাইজুর রহমান, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/জেডএম