দশম শ্রেণির স্কুলছাত্র কর্তৃক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ
প্রকাশিত: ১৩:৩৬ ১৪ জানুয়ারি ২০২১ আপডেট: ১৩:৪৪ ১৪ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে দশম শ্রেণির এক ছাত্র ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার দশম শ্রেণির এক স্কুলছাত্রকে আসামি করে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই কিশোর উপজেলার মোকামতলা ইউপির চকপাড়া সরকার পাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ৯ জানুয়ারি সকালে ওই কিশোর একই গ্রামের ওই স্কুলছাত্রীর বাড়ি গিয়ে তাকে নিজেদের বাড়ি ডেকে আনে। এ সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে কিশোর ওই ছাত্রীকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষককে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে