বাসের অপেক্ষায় ভাই-বোন, ব্যাগভর্তি ফেনসিডিলসহ ধরা
মেহেরপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৩৬ ১৩ জানুয়ারি ২০২১

ব্যাগভর্তি ফেনসিডিলসহ আটক দুই ভাই-বোন
মেহেরপুরের মুজিবনগরে ব্যাগভর্তি ফেনসিডিলসহ দুই ভাই-বোনকে আটক করেছে পুলিশ। ওই সময় তাদের ব্যাগে ৪৪ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
আটককৃতরা হলেন- সদর উপজেলার বাঁড়িবাকা গুচ্ছগ্রামের খুদা বকসের ছেলে রাজু আহমেদ ও তার বোন কামিনী খাতুন।
মুজিবনগর থানার ওসি আবুল হাসেম জানান, ব্যাগভর্তি ফেনসিডিল পাচারের জন্য দুই ভাই-বোন ঢাকার বাসের জন্য খানপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, ফেনসিডিলসহ আটক দুই ভাই-বোন দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর