র্যাবের পৃথক অভিযানে ২৩ জুয়াড়ি আটক
প্রকাশিত: ১৪:৪৯ ১৩ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩ জুয়াড়িকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মোঃ আলম (৪২), মোঃ মিলন শেখ (৩৮), মোঃ আব্দুর রউফ সেন্টু (৫০), মোঃ ফরিদ শেখ (৪৫), মোঃ রফিকুল ইসলাম (৩০), তপন দেব (৫০), মোঃ সোহেল (৪০), মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ হারুন মাতুব্বর (৪৮), মোঃ মিজানুর রহমান (৩৬), মোঃ সুজন (৩৬), মোঃ মনির হোসেন (৩৬), মোঃ হানিফ শেখ (৩৫), মোঃ এমদাদুল হাওলাদার (৪০), মোঃ বাবুল (৬০), মোঃ জামাল (৪০), মোঃ শাকিল (৩০), মোঃ শহিদ (৪০), মোঃ আলমগীর হোসেন (২৭), মোঃ আলাউদ্দিন (৩৭), মোঃ মিলন (৪৫), ইলিয়াস খান (৪৭) এবং মোঃ নজরুল ইসলাম (৩৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/ইএ/টিআরএইচ